চট্টগ্রামের এই দুই প্রবীণ রাজনীতিক দীর্ঘ প্রায় এক ঘণ্টা একটি কক্ষে একান্ত আলাপ করেন। সেসময় ওই কক্ষে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। দুই প্রবীণ নেতার রুদ্ধদ্বার বৈঠক নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা–কল্পনা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি গতকাল বিকালে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেছেন।
অনেক উৎসুক নেতাকর্মী দুই প্রবীন নেতার একান্ত বৈঠকের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। চট্টগ্রাম আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কোন্দল এই দুই নেতার বৈঠককে আরো বেশি কৌতুহলী করে তুলেছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়–ঝাঁপ, তদবীর, প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে দুই বৈঠককে ঘিরে তাদের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জণ।
তবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র ব্যক্তিগত সহকারী নুর খান পূর্বকোণকে বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সম্প্রতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তাঁকে দেখার জন্য মন্ত্রী মহোদয় তাঁর বাসভবনে গিয়েছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
