ক্রিকেট খেলার জন্য পাকিস্তানকে অন্য যেকোনো দেশের মতো নিরাপদ বললেন গ্রান্ট ইলিয়ট। শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ২০০৯ সালের পর জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দল পাকিস্তানে সফর করেনি। তবে আইসিসি’র উদ্যোগে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে বিশ্ব একাদশে। প্রথম ম্যাচে পাকিস্তান ২০ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে বিশ্ব একাদশ জেতে ৭ উইকেটে। বিশ্ব একাদশের হয়ে খেলছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রান্ট ইলিয়ট। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন গত বছর। পাকিস্তানে পা দিয়েই তিনি দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পূর্ণ নিরাপত্তার সঙ্গে দুই ম্যাচ শেষ হয়েছে। ফের পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ বললেন তিনি। অন্য যেকোনো দেশের মতোই পাকিস্তান নিরাপদ বলে মনে করেন তিনি। ‘জিও নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী ইলিয়ট বলেন, ‘দারুণ নিরাপত্তা। এখান থেকে আমি অন্যরকম অভিজ্ঞতা নিচ্ছি। বিশ্ব একাদশের সব খেলোয়াড় এখানে নিরাপদ। আমরা হোটেল থেকে যখন স্টেডিয়ামে যাই তখন পথে অন্য যেকোনো দেশের মতো নিরাপত্তা লক্ষ্য করি। একমাত্র (ক্রিকেট খেলুড়ে দেশ) পাকিস্তানেই আমার ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল না। তবে এখন আমি বলতে পারবো, পাকিস্তানে ক্রিকেট খেলেছি।’ পাকিস্তানের মানুষের আতিথেয়তায় মুগ্ধ ইলিয়ট, ‘পাকিস্তানের আতিথেয়তা দারুণ। স্টেডিয়ামের দর্শকরা প্রাণবন্ত। দেখতেই ভালো লাগে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে।’ অন্য দেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে বলে আশা প্রকাশ করেছেন ইলিয়ট, ‘পাকিস্তান যেহেতু অন্য যেকোনো দেশের মতো নিরাপদ সেহেতু আশা করছি, আন্তর্জাতিক দলগুলো পাকিস্তানে খেলবে আসবে। পাকিস্তান নিজেদের মাটিতেই টেস্ট খেলবে। পাকিস্তানের শিশু-কিশোররা নিজেদের নায়কদের খেলা মাঠে বসে দেখার সুযোগ পাবে।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
