মিয়ানমার থেকে পালিয়ে গত প্রায় তিন সপ্তাহে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তার অর্ধেকের বেশি শিশু। এর মধ্যে শত শত শিশু রয়েছে, যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই। এতে বাংলাদেশে শরণার্থীতে উপচে পড়া ও কর্দমাক্ত আশ্রয় শিবিরগুলোতে তারা পড়েছে মারাত্মক ঝুঁকিতে। এমনটা বলছেন ত্রাণকর্মীরা। জাতিসংঘ বলছে, ২৫শে আগস্ট মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন ছেড়ে পালিয়েছে প্রায় চার লাখ রোহিঙ্গা। এখন তারা
বাংলাদেশে খাদ্য, আশ্রয় ও পরিষ্কার পানির জন্য লড়াই করছে। ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফে বোউলিয়েরাক বলেছেন, শরণার্থীতে শিবিরগুলো উপচে পড়ছে। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। ফলে এসব স্থান মারাত্মক কর্দমাক্ত হয়ে পড়ছে। ২৫শে আগস্টের পর যারা বাংলাদেশে এসেছেন তার মধ্যে প্রায় অর্ধেক এসেছেন গত সপ্তাহে। এতে ত্রাণ কার্যক্রম চালানো তীব্র থেকে তীব্র চাপে পড়েছে। এক রকম লড়াই করতে হচ্ছে ত্রাণ দিতে গিয়ে। তিনি বলেন, খোলা মনে বলছি। আমরা চেষ্টা করছি। কিন্তু অপ্রত্যাশিত মাত্রায় শরণার্থী আসছেন। প্রায় এক সপ্তাহ আগে ইউনিসেফ গণনা করে দেখেছে, আশ্রয় শিবিরগুলোতে ১২৬৭টি শিশু রয়েছে। তাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই। অর্থাৎ তারা নিঃসঙ্গ। তিনি আরো বলেন, বাংলাদেশে শরণার্থীদের যে দ্রুত সংখ্যা বাড়ছে তাতে, নিঃসঙ্গ শিশুদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাদের সামনে রয়েছে পাচার, যৌন নির্যাতন, শিশু শ্রমিক হিসেবে ব্যবহার ও বাল্যবিয়ের মতো ভয়াবহ সব ঝুঁকি। শিশুদের বিশ্রাম ও খেলাধুলার জন্য ৪১টি স্থান নির্ধারণ করেছে ইউনিসেফ। কোন শিশু নিঃসঙ্গ অবস্থায় এসেছে অথবা তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে তা শনাক্ত করতে এটা ত্রাণকর্মীদের জন্য সহায়ক হয়েছে। শিশুদের জন্য এই মুহূর্তে প্রয়োজন খাদ্য, পুষ্টির জোগান, মৌলিক স্বাস্থ্যসেবা ও মানসিক কাউন্সেলিং। ২৫শে আগস্ট থেকে শিশু-বান্ধব স্থানগুলো থেকে সহায়তা নিয়েছে কমপক্ষে ১৮ হাজার শিশু। কমপক্ষে দুই লাখ ৩০ হাজার শিশু পৌঁছেছে বাংলাদেশে। তাদের অনেকেরই জরুরি সহায়তা প্রয়োজন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাবে শরণার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশই হলো নারী ও শিশু। এর মধ্যে আবার শতকরা ১৩ ভাগ নারী হয়তো অন্তঃসত্ত্বা না হয় তারা কোলের সন্তানকে বুকের দুধ খাওয়ান। এজন্য তাদেরকে প্রয়োজনীয় সহায়তার জন্য পাঠানো হয়েছে কয়েক ডজন ধাত্রী। ক্রিস্টোফে বোউলিয়েরাক বলেন, শরণার্থীর সংখ্যা, এমন বিপন্ন নারী, শিশুর সংখ্যা বাড়ছেই। উদ্বেগের বিষয় হলো- আমরা এখনো এই শরণার্থীর ঢল কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।
রোহিঙ্গারা হলো বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু। তারা দশকের পর দশক দেশের পশ্চিমাঞ্চলে কোণঠাসা হয়ে আছেন। তাদেরকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের গ্রামের বাইরে যাওয়া বা কাজ করার কোনো অনুমতি দেয়া হয় না। গত বছর অক্টোবরে বিদ্রোহীরা নিরাপত্তা রক্ষাকারীদের ওপর হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে হত্যা করে। তারপর থেকে রাখাইনের রোহিঙ্গারা কর্কশ নিরাপত্তা বেষ্টনিতে আবদ্ধ। ২৫শে আগস্ট রোহিঙ্গা উগ্রপন্থি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সদস্যরা পুলিশ পোস্ট ও সেনা ঘাঁটিতে হামলা চালায়। এরপর থেকে সেনাবাহিনী নৃশংস দমনপীড়ন শুরু করে। এর ফলে বানের পানির মতো শরণার্থীদের দেশ ছাড়া শুরু হয়। সেনাবাহিনী ও বৌদ্ধরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এসব কথা বলছে বিভিন্ন মানবাধিকার বিষয়ক গ্রুপ ও শরণার্থীরা। বাংলাদেশের খুব কাছে সীমান্তে স্থল বোমা পেতে রেখেছে মিয়ানমার। এতে এরই মধ্যে কয়েকজন আহত হয়েছেন। নিহতও হয়েছেন। এ বিষয়ে মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হোসেন মিয়ানমারেরর সেনাবাহিনীর এই অভিযানকে জাতি নির্মূল বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, এটা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, বিশপ ডেসমন্ড টুটু এরই মধ্যে মিয়ানমারের নেত্রী, শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্ত অং সান সুচির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রোহিঙ্গাদের দুর্ভোগের কথা স্বীকার করে তাকে সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। ওদিকে নিউ ইয়র্কে আগামী সপ্তাহে শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এতে যোগ দেয়া বাতিল করেছেন অং সান সুচি। তিনি এখনো এটা বিশ্বাস করেন যে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী। রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করছেন প্রজন্মের পর প্রজন্ম। এমন ইতিহাস আছে। তা সত্ত্বেও তাদেরকে দেখা হয় বিদেশি বা বহিরাগত হিসেবে। সাধারণ মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর দমনপীড়ন অবিলম্বে বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি লিখেছেন ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জন নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও অন্যরা। ওই চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করছে মিয়ানমার সরকার, এ বিষয়টি হাস্যকর। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা অব্যাহত থাকলেও রোহিঙ্গা সংকটে মিয়ানমার সরকারকে শাস্তি দেয়ার উদ্যোগ সীমিত।
রোহিঙ্গাদের মানবিক সংকট ক্রমাগত খারাপ হচ্ছে। মানবাধিকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হচ্ছে। এমন যুক্তি তুলে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের মধ্যে সামরিক সহযোগিতার তহবিল বাতিল করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন। তিনি সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান।
রাখাইনে সাংবাদিক ও মানবাধিকার বিষয়ক তদন্তকারীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গত সপ্তাহে সেখানে সরকারের তত্ত্বাবধানে একদল সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল। এ সময় তাদের কেউ কেউ রিপোর্ট করেন যে, একটি রোহিঙ্গা গ্রামে অগ্নিসংযোগ করে বের হয়ে যাচ্ছিলেন বৌদ্ধদের একটি দল।
ওই এলাকায় মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোকে প্রবেশের অধিকার না দেয়ায় তারা নির্ভর করছে স্যাটেলাইটে পাওয়া ডাটা ও পালিয়ে আসা শরণার্থীদের দেয়া বর্ণনার ওপর। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২৫শে আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর ৮০টি ভয়াবহ অগ্নিকাণ্ড রেকর্ড করেছে তারা। গত চার বছরে এত বিশাল আকারে কোনো অগ্নিকাণ্ডের রেকর্ড নেই। হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার বলেছে, ২৫শে আগস্ট থেকে রাখাইনে ৬২টি গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন। তিনি বলেছেন, মাঠপর্যায়ে আমাদের গবেষকরা স্যাটেলাইটে পাওয়া ছবির পক্ষে কথা বলেছেন। বলা হয়েছে, রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলোতে গণহারে আগুন দেয়া হয়েছে। এজন্য সরাসরি দায়ী মিয়ামনারের সেনাবাহিনী।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031