যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে বিশাল আয়োজন করেছে । তৈরি করা হয়েছে ৫৫ ফুট দীর্ঘ নৌকার মঞ্চ। নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘ম্যারিয়ট মার্কুইজ’ হোটেলের বলরুমে বিরাট ওই নৌকামঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই আয়োজনে প্রধানমন্ত্রীর পুত্র ও তার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৭ই সেপ্টেম্বর রোববার বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেএফকে বিমানবন্দরে অবতরন করার পর হাজারো প্রবাসী তাকে অভ্যর্থনা জানাবেন। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অবহিত করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকেও। সিদ্দিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের মধ্য দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব প্রাপ্ত রাষ্ট্রনায়ক, তাই তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদানের নামে যদি কেউ অশালীন আচরণ করতে চায়, তাহলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। প্রচলিত রীতি অনুযায়ী এমন কোন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
