বাস চাপায় ও ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাইপাস ও ফৌজদারহাট রেল স্টেশনে বুধবার রাতে এ দুই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।এর মধ্যে বাস চাপায় নিহত মো. দুলাল (৩৫) চট্টগ্রাম নগরীর আকবার শাহ থানার কাট্টলী কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দা; আর রেল স্টেশনে আহত হয়ে মারা যাওয়া মো. সাগর (১৮) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।
রেলওয়ে থানার এএসআই মো. ফারুক জানান, রাতে ফৌজদারহাট স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে সাগরকে রেল লাইনের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে সাগর আহত হয়েছিল বলে ধারণা পুলিশের।
অন্যদিকে ফৌজদারহাট বাইপাসে কালুশাহ মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দুলাল বাস চাপায় নিহত হন বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে কালুশাহ মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ৭ নম্বর রুটের একটি মিনিবা
