১০ যুবককে আটক করেছে ভালো চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচারের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় তাদেরকে আটক করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মনজুর রহমান জানান, বেশ কিছু মানুষ দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে সংবাদ পেয়ে বিজিবির একটি দল গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ যুবককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকদের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন। তিনি জানান, ভালো চাকরি দেয়ার কথা বলে দালালরা মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে পাচার করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
