আগামী কয়েকদিনের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টেলিটকের বুথ বসানোর নির্দেশ দেয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন। এসব বুথ থেকে রোহিঙ্গারা মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। স্বল্প মূল্যে তাদের এই সুবিধা দেয়া হবে। আজ শনিবার বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা শরণার্থীদের জন্য মানবিক। তাদের খাদ্য, স্বাস্থ্য নিয়ে আন্তরিক। তাদের যোগাযোগের বিষয় নিয়েও আন্তরিক। তারানা হালিম বলেন, যারা নিজের নামে কেনা সিম অন্যকে ব্যবহার করতে দেবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে নিবন্ধিত রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
