বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্য রোহিঙ্গা সমস্যা সমাধানে ১১ সদস্য বিশিষ্ট একটি শান্তি মিশন টিম গঠন করে মিয়ানমারের সেনাপ্রধান এবং দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবে । সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এ কথা জানান।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোহিঙ্গা সমস্যার জরুরি সমাধান এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ২০ দলীয় জোটের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম চালানোসহ মোট আটটি সিদ্ধান্তও নিয়েছে বৌদ্ধ নাগরিক ঐক্য।

সুকোমল বড়ুয়া জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকাস্থ কূটনৈতিক মিশনসহ জাতিসংঘ এবং বিশ্বের বৌদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও সমর্থন আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে সংগঠনটি।

এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম এবং ঢাকাতে আরও মতবিনিয়ম সভা করবে বলে জানায় বৌদ্ধ নাগরিক ঐক্যের এই আহ্বায়ক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ২০দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, মেজর জেনারেল ইবরাহীম (বীর প্রতীক), জেবেল রহমান গানি, জাহানারা পারভীন, মাওলানা আবদুর রব, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আহম্মদ আবদুল কাদের প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031