মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাচ্ছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার সকাল ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন-কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, কৃষক লীগের সহসভাপতি ও ঢাকাটাইমস এবং সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন, শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট।
