টেস্টের ক্ষতটা ওয়ানডে দিয়ে ঢাকতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছে টিম টাইগার্স। দলের ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর আশাবাদ মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ ওয়ানডেতে অবশ্যই ভালো করবে। পেছনের দুঃস্মৃতি ভুলে বদলে যাবে লাল-সবুজের পতাকাবাহীরা।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এমন স্বপ্নের কথাই শোনালেন প্রধান নির্বাচক। ‘টেস্ট সিরিজ কী হলো সেটা নিয়ে এখন আর ভাবছি না। টেস্ট সিরিজ ভুলে দলের ভাবনা এখন কেবল ওয়ানডে নিয়ে। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের ওয়ানডে অধিনায়ক চলে এসেছে। চারজন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো করব।’

এছাড়া টেস্টের কিছু ভুল-ত্রুটি নিয়ে কথা বলেন মিনহাজুল আবেদীন। তিনি মনে করেন বাংলাদেশকে বল ছাড়াটা শিখতে হবে। ‘আমার মনে হয়েছে, ওরা প্রতিটি বল খেলতে চেয়েছে। টেস্টে তো বল ছাড়াটা শিখতে হবে। ব্যাটসম্যানদের উচ্চতাও বেশি না। ওরা যখন শর্ট বল শক্ত হাতে খেলেছে সেটা লাফিয়ে উঠেছে। ওদের কাছ থেকে আরও ভালো টেকনিক আশা করেছিলাম।’

তিন জনের হেলমেটে বল লাগায় অবাক নান্নু। ‘আমি বলবো মনোযোগের ঘাটতির জন্য এমন হয়েছে। মনসংযোগ নড়ে না গেলে বল থেকে চোখ সরবে না। খেলার সময় তো বটেই ছাড়ার সময়ও শেষ পর্যন্ত বলে চোখ রাখতে হয়। বলে ওদের চোখ ছিল না। এটার আরেকটা কারণ হতে পারে, ওরা আগেই ঠিক করে রেখেছিল এই বল খেলব না।’

বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে জানেন না মিনহাজুল আবেদিন। ‘আমরা ইনডোরে লম্বা সময় ধরে টেনিস বল ছাড়তাম। বলগুলো খুব দ্রুত আসত। কিছু শরীরে লাগত, কিছু ছাড়তে পারতাম। এভাবে নিজেদের প্রস্তুত করে যাওয়ার পর ওয়ালশ-অ্যামব্রোসকে খেলা সম্ভব ছিল। আমি জানি না, বাংলাদেশ ঠিক কী ধরনের প্রস্তুতি নিয়ে এসেছে।’

১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031