প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১৩ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত বিদেশ থাকতে ইচ্ছুক জানিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ বরাবর চিঠি দিয়েছেন । চিঠিটি মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে তা যাবে প্রেসিডেন্টের কাছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইন সচিব শেখ মো. জহিরুল হক। এর আগে গত ২রা অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে সরকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে নিয়োগ দেয়। প্রধান বিচারপতির এ ছুটি নিয়ে দেশের রাজনীতিতে তীব্র বিতর্ক চলে আসছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতি অসুস্থ। তাই তিনি ছুটিতে গেছেন। অন্যদিকে, বিএনপি এবং দলটির অনুসারী আইনজীবীদের দাবি, প্রধান বিচারপতিকে চাপের মুখে ছুটিতে পাঠানো হয়েছে। তাকে বিদেশ পাঠানোর ষড়যন্ত্র চলছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
