ভারতে পাচারের সময় ১৮টি সোনার বারসহ (দুই কেজি ১০০ গ্রাম) প্রবণ বিশ্বাস (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে । আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোনা পাচারকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার চড়–ইগাছি গ্রামের বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান পাচার হবে। সেই অনুযায়ী বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ঘিবা সীমান্ত এলাকা থেকে প্রবণ বিশ্বাসকে আটক করেন। তার দেহে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮টি সোনার বার পাওয়া যায়; যার ওজন দুই কেজি ১০০ গ্রাম।
উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
