ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা অস্ট্রেলিয়া যাবার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতির প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়েছে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবহিত করলেন । গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এ সভা চলে। এ সময় প্রধান বিচারপতির বিষয়ে সুপ্রিম কোর্টের বিবৃতির বিষয়টি আলোচনায় আসে। প্রধান বিচারপতির বিবৃতির প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়েছে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবহিত করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত ২রা অক্টোবর ছুটিতে যাওয়ার পর অবকাশ শেষে ৩রা অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনে উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এরই মধ্যে আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতি অসুস্থ। চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়েছেন। ছুটির মেয়াদ বাড়ানোর পর গত ১৩ই অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া যান। তবে, যাওয়ার আগে ওই দিন নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশাসনে সরকার ও দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপের রেওয়াজ নেই বলেও উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতির এই বক্তব্যের পরে ১৪ই অক্টোবর সুপ্রিম কোর্ট এক বিরল বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে জানানো হয় গত ৩০শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট প্রধান বিচারপতি ব্যতীত আপিল বিভাগের অন্য ৫ জন বিচারপতিকে (বিচারপতি মো. ইমান আলী দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেন নি) বঙ্গভবনে আমন্ত্রণ জানান। প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সংবলিত দালিলিক তথ্যাদি হস্তান্তর করেন প্রেসিডেন্ট। এর মধ্যে বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ আরো সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। অভিযোগগুলো প্রধান বিচারপতিকে অবহিত করা হলেও তিনি এর কোনো সুনির্দিষ্ট জবাব দেননি বলেও সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
