সরকার সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে । আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন আঞ্জুমান আরা বেগম, নাজমা আফরিন, অবন্তি নুরুল, মিয়া সিরাজুল ইসলাম, মফিজ উদ্দীন, রোকেয়া আক্তার, মোহাম্মদ সাইফুল আলম, মো. মিজানুর রহমান, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনম মুস্তারি, মো. তওফিক সাজাওয়ার, কালীপদ মৃধা, মো. আলতাফ হোসেন আমানি, আলেয়া খন্দকার, মো. হাতেম আলী, মুহাম্মদ শাহীন মৃধা, আলী আকবর খান, সেলিম আজাদ, মারুফা আক্তার, জায়েদী হাসান খান, এ কে এম আলমগীর ফারভেজ ভূঞা, মাহফুজুর রহমান, সাবিনা পারভীন ও কাজী বশির আহমেদ।
এর আগে গত ১২ জুন ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে নতুন ২৭ জন আইনজীবীকে একই পদে নিয়োগ দেয়া হয়।
বর্তমানে সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১২১। আর অ্যাটর্নি জেনারেল ছাড়াও আরো দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছে।
