বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল শনিবার থেকেই গুলশানে রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসবেন । আগামীকাল সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ে বসার কথা রয়েছে তার। এমন তথ্যই জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। ৯৪ দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে গত বুধবার দেশে ফিরেছেন তিনি।
বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর দলের সাংগঠনিক অবস্থার খোঁজখবর গুলশান কার্যালয়ে বসার পরই নেয়া শুরু করবেন খালেদা জিয়া ।জানা গেছে, আগামী সপ্তাহেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ভালো থাকলে চলতি সপ্তাহে জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
