বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুভোর্গ। বিশেষত রাজধানীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতায় নগরবাসী বিপাকে পড়েছে। তাই জলজটের এ শহরের মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিসের বিশেষ বোট।
বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সড়কে লাইফবোটের মাধ্যমে যাত্রী পারাপার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা! এমন দৃশ্য হয়তো ঢাকা শহরে কেউ কল্পনাই করতে পারেন না। শনিবার বিকালে মতিঝিল এলাকায় তা দেখা গেছে। অনেকেই ফায়ার সার্ভিসের এই সেবামূলক কাজের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতে মানুষকে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
