ভারত প্রথম বারের মতো ফাইনালে ওঠা মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপের তৃতীয় শিরোপা জিতলো । ফাইনালে তারা জিতেছে ২-১ গোলে। আগের নয় আসরের সাতটিতে ফাইনাল খেলেছিলো ভারত। শিরোপা জিতেছে ২০০৩ ও ২০০৭ সালে।
আগের রাতে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে প্রথম বারের মতো ফাইনালে যায়গা করে নিয়েছিলো মালয়েশিয়া। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দু দলের ফাইনালের প্রথমার্ধ ছিলো প্রায় একপেশে।
ম্যাচের তিন মিনিটেই মালয়েশিয়াকে হতাশ করে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে আবারো এগিয়ে যায় ভারত। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে মালয়েশিয়া। ৫০ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। সাবাহ সাহরিলের গোলে ব্যবধান কিছুটা কমায় মালয়েশিয়া (২-১)।