প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আজিজুর রহমানকে ।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’
পৃথক আরেক প্রজ্ঞাপনে রাজশাহী পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুছ আলী প্রামাণীকের চাকরি অর্থ বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।
এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে তিন সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এরমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফুজ্জামানকে ময়মনসিংহ বিভাগে, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর বেগম শতরূপা তালুকদারকে চট্টগ্রাম বিভাগে, নেত্রকোণার জেলা প্রশাসক কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী মহুয়া মমতাজকে সিলেট বিভাগে ন্যস্ত করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক করা হয়েছে।
