মিয়ানমার সরকার কাজ শুরু করেছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সূ চি। এছাড়া কফি আনান কমিশন বাস্তবায়নে তার সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বুধবার সকাল ১০টায় নেপিডোতে সূ চির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে সু চি রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

শরীফ মাহমুদ ঢাকাটাইমসকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে সিনিয়র অফিসিয়ালস ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তসমূহ অবহিত করেছেন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন। সু চি এ ব্যাপারে একমত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তা সু চিকে অবহিত করেছেন। মন্ত্রী বলেছেন আমাদেশ দেশে কোনো সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে। তখন পরিস্থিতি বাংলাদেশ ও মিয়ানমায়ের কারও অনুকূলে থাকবে না।’

শরীফ মাহমুদ আরও জানান, ‘এছাড়া বৈঠকে মাদকের অবৈধ পাচারের ব্যাপারে সু চিকে অবহিত করা হলে সু চি নিজেই বলেন তার দেশের যুবসমাজের অনেকেই ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে তারা সীমান্ত বন্ধ করবে।’

সাক্ষাতের সময় বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমেদ চৌধুরী, আইজিপি এ কে এম শহিদুল হক, মহাপরিচালক বিজিবি মেজর জেনারেল আবুল হোসেন, মহাপরিচালক কোস্টগার্ড রিয়ার এডমিরাল এ এম এম আওরঙ্গজেব চৌধুরী, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সফিউর রহমান, মন্ত্রীর একান্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাসসহ শীর্ষ কর্মকর্তারা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031