মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম জামাল হোসেন (৪০)।
বুধবার দুপুর ২টার দিকে জামালদি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন গজারিয়ার আলিপুড়া এলাকার বাসিন্দা।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল রহমান মজুমদার জানান, জামালদি বাস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় জামাল হোসেন নামের পথচারী অজ্ঞাত বাসের চাপায় নিহত হন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাস শনাক্ত করা সম্ভব হয়নি।
