বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সেখানে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে এরই মধ্যে ঢাকার গুলশানের বাসভন থেকে রওনা হয়েছেন । তবে যাত্রাপথটা খুব একটা সুখকর হচ্ছে না তার। নারায়নগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত গিয়েই তীব্র যানযটের মধ্যে পড়েছে খালেদা জিয়ার গাড়িবহর।
সাইনবোর্ড থেকে কাচপুর ব্রীজ পর্যন্ত প্রচুর সংখ্যক যানবাহনের ফলে রাস্তাটিতে যানজটের তীব্র আকার ধারণ করে। এ নিয়ে গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের মাঝে বেশ উদ্বেগও দেখা দিয়েছে।

এদিকে সকালে রওনা হওয়ার সময় থেকে বিএনপি চেয়ার পারসনকে স্বাগত জানাতে ঢাকা মহানগরীরর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা নয়া পল্টন. কাকরাইল মোড় এবং টিকাটুলি মোড়ের রাস্তাগুলোতে অবস্থান নে। একই সঙ্গে শনির আখড়া, সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গসংঘটনের নেতারাও অবস্থান নিতে দেখা গেছে।

 এর মধ্যে বিশেষ করে কাচপুর ব্রিজের পশ্চিম পাড়ে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও সাবেক এমপি গিয়াস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের তৈমুর আলম খন্দকার গোমতী সেতুর গোড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মারুফ হোসেন এবং ব্রিজের পূর্ব পাড়ের নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, যুবদলের কেন্দীয় নেতা মোস্তাফিজুর রহমার ভুঁইয়া দীপু, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় নেতা বদরুজ্জামান খসরু, যুবদল কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁও মোড়ে সাবেক মন্ত্রী রেজাউল করিম ও বিএনপি নেতা এটিএম কামাল, মুন্সিগঞ্জের জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরফত সপু সহ অনেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছেন।
বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, কুমিল্লায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ফেনীতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং চট্টগ্রাম মহানগরীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আগেই থেকে অবস্থান করে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের নিয়ে সমন্বয় করছেন।

অন্য দিকে খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যানজটের গাড়ি সরানোর জন্য নিজেই রাস্তায় নেমেছেন। রাস্তায় এলোমেলোভাবে আটকে থাকা গাড়িগুলো সরানোর জন্য ইশারা দিতে দেখা গেছে তাকে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031