ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে । সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ২টি, অ্যাডাম মিলনে ২টি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নিয়েছেন। আজ যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। কারণ, এখন সিরিজে ১-১ সমতা রয়েছে।
কানপুরের গ্রীন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরেন শিখর ধাওয়ান। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি ২৩০ রানের পার্টনারশিপ গড়েন।
দলীয় ২৫৯ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। ১৪৭ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৫তম সেঞ্চুরি। অধিনায়ক বিরাট কোহলি ১১৩ রান করে আউট হন। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির এটি ৩২তম সেঞ্চুরি।
সেঞ্চুরির দিনে বিরাট কোহলি আরেকটি রেকর্ড গড়েছেন। সেটি হচ্ছে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৯০০০ রানের মালিক হয়েছেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৯৪ ইনিংস। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ২০৫ ইনিংস খেলে ওয়ানডেতে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস: ৩৩৭/৬ (৫০ ওভার)
(রোহিত শর্মা ১৪৭, শিখর ধাওয়ান ১৪, বিরাট কোহলি ১১৩, হার্দিক পান্ডিয়া ৮, মহেন্দ্র সিং ধোনি ২৫, কেদার যাদব ১৮, দিনেশ কার্তিক ৪*; টিম সাউদি ২/৬৬, ট্রেন্ট বোল্ট ০/৮১, অ্যাডাম মিলনে ২/৬৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০/৫৭, মিচেল স্যান্টনার ২/৫৮, কলিন মুনরো ০/১০)।
