নিজের আসল নাম হারিয়ে যাওয়ার পথে বেচারা ‘মি. বিন’! এক চরিত্রে অভিনয় করতে এসে । দেশে তাকে যারা চেনেন, তার ঘনিষ্ঠ মহল ও বিনোদনপ্রিয় সচেতন মানুষ ছাড়া বেশির ভাগ মানুষই তাকে চেনে ‘মি. বিন’ হিসেবে। অপ্রতিদ্বন্দ্বী এ চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজোড়া সুনাম কুড়িয়েছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব শ্রেণির মানুষের। তার চেহারা দেখেই হেসে ফেলেন অনেকে। কারণ, চেহারার মধ্যেই রয়েছে এক রকম হাসির খোরাক। এই বিশ্বজোড়া খ্যাতি কুড়ানো ব্যক্তির প্রকৃত নাম রোয়ান এটকিনসন।

 এ নামে তাকে নিয়ে যত লেখা হয়েছে, তার চেয়ে মি. বিন হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছে বেশি। তাই সময়ে অসময়ে তিনি হয়ে ওঠেন সংবাদ শিরোনাম। এবার সংবাদ শিরোনাম হয়েছেন নিজের কারণে নয়। এবার এর নেপথ্যে রয়েছেন তার মেয়ে লিলি। এতদিন লিলি তার নামের সঙ্গে পিতার নাম যুক্ত করেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে সেই নাম কর্তন করেছেন তিনি। যুক্ত করেছেন মা সুনেত্রা সাসট্রির নাম। লিলির ভীষণ ভক্ত এ জন্য বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, তার মতো খ্যাতিসম্পন্ন একজন পিতার পরিচয় মুছে দিলেন লিলি! এর মধ্য দিয়ে তো তিনি পিতাকে প্রত্যাখ্যান করলেন! তাকে অস্বীকার করলেন! সারাজীবন লিলি তার নামের সঙ্গে এটকিনসন যুক্ত করেছিলেন। হঠাৎ কি এমন হলো যে, সেই পিতার নামটি বাদ দিতে হলো তাকে। লন্ডনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, দু’বছর আগে কৌতুকনৃত্য ও সঙ্গীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন লিলি। তার বয়স এখন ২২ বছর। এতদিন তার নামের সঙ্গে জুড়ে ছিল এটকিনসন। কিন্তু তিনি সেই নাম পাল্টে ফেলেছেন। নিজেকে পরিচয় দিচ্ছেন লিলি সাসট্রি হিসেবে। এখানে উল্লেখ্য, লিলির চেয়ে বয়সে সামান্য বড় এক নারীর কারণে সুনেত্রা সাসট্রিকে ত্যাগ করেছেন রোয়ান এটকিনসন। এ বিষয়ে একজন ভক্ত বলেন, এ জন্যই কি তবে পিতার নামটি মুছে দিয়েছেন লিলি! সব পরিবারেই তো বিচ্ছেদ মেনে নেয়া কঠিন। তাই বলে পিতাকে ত্যাগ করতে হবে, মাতাকে ত্যাগ করতে হবে! দু’জনেই তো একজন সন্তানের জন্মের উৎস। এখানে উল্লেখ্য, গত বছর লন্ডনে একটানা সফল পারফরমেন্স করেন লিলি। এর মধ্যে সেইন্ট জেমস থিয়েটারে পারফরম করেন। তারপর হঠাৎ করে সামাজিক মিডিয়া থেকে হারিয়ে যান তিনি। ইন্সটাগ্রামে তিনি চবি শেয়ার করতেন। পোস্ট দিতেন। গত দু’বছর ধরে সেগুলো সব মুছে দিয়েছেন। কিন্তু কি এমন ঘটেছে যার জন্য তাকে নিজের নাম থেকে পিতার নাম মুছে দিতে হলো! রোয়ান এটকিনসন বিয়ে করেছিলেন বিবিসির মেকাপ আর্টিস্ট সুনেত্রা (৫৫)কে। তার সঙ্গে তার দাম্পতী জীবন ২৪ বছরের। কিন্তু রোয়ান এটকিনসনের জীবনে নতুন এক নারীর অনুপ্রবেশ ঘটে। এর ফলেই তাদের দাম্পত্য জীবনে ঝড় ওঠে। নতুন করে অনুপ্রবেশ করা ওই নারীর নাম লুইস ফোর্ড। তার বয়স মাত্র ৩৩ বছর। তিনি অভিনেত্রী। ২০১৩ সালে কুয়ার্টারমেইনস টিমে অভিনয়য়ের সময় তাদের সাক্ষাত হয়। গত বছর খবর ছড়িয়ে পড়ে যে, এটকিনসন (তখন তার বয়স ৬২ বছর) লুইস ফোর্ডকে তার ৪৬ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা উত্তর লন্ডনের বাসায় নিয়ে উঠিয়েছেন। স্ত্রী সুনেত্রার সঙ্গে বিচ্ছেদের মাত্র কয়েক সপ্তাহ পরের ঘটনা এটি। তবে কি এ কারণেই তার ওপর বিরক্ত মেয়ে লিলি!
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031