সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৬ ব্যবসায়ী নিহতের ঘটনায় উপজেলাজুড়ে শোকের মাতম চলছে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে । গতকাল  সকাল ৭টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। অপর আরো দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। নিহত ৬ জনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গ্রামে। এরা বয়সে অনেকটা তরুণ হলেও পৌরশহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

 নিহতরা হলেন, বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার রূপসী ফ্যাশনের স্বত্বাধিকারী মাথিউরার রেজাউল করিম (৩৫), শখ কসমেটিকসের স্বত্বাধিকারী ছোট দেশের খায়রুল বাশার খান খয়ের (৩৬), মতিন ক্লথ স্টোরের স্বত্বাধিকারী শ্রীধরার জুবের আহমদ (৩২), কাকরদিয়ার ব্যবসায়ী ইকবাল হোসেন (৩২), কসবার রোটার‌্যাক্ট বাবুল আহমদ (২৮) ও মাইক্রোবাস চালক বাবুল (২৮)। তারা সবাই চট্টগ্রামের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বাড়ি ফিরছিলেন।
নিহত রেজাউলের ভাই আলী আহমদ জানান-‘গত বুধবার একটি প্রাইভেট মাইক্রো নিয়ে পৌরশহরের ৬ জন ব্যবসায়ী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে বিয়ানীবাজার থেকে রওয়ানা দেন। সেখানে তারা ত্রাণ বিতরণ করে কক্সবাজারে অবস্থান করেন। রোববার রাতে তারা ওই মাইক্রোতে করে বাড়ি ফিরছিলেন। সোমবার সকালে তিনি তার ভাইয়ের মৃত্যুর খবর পান।’ মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, দুর্ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। পরে অপর আরো দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।’ তিনি বলেন,-‘মাইক্রোর চালক বাবুলও এ ঘটনায় নিহত হয়েছেন। তবে ঘাতক বাসের চালক পলাতক রয়েছে। একই মাইক্রোতে থাকা অপর আরো দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এদিকে রোটার‌্যাক্ট বাবুল আহমদ আরো ৩ সঙ্গীসহ কক্সবাজারে ক্লাবের একটি সেমিনারে যোগ দিতে যান। সেখানে সেমিনার শেষে তিনি একই মাইক্রোতে করে তার পরিচিতি ব্যবসায়ীদের সঙ্গে ফিরছিলেন। রাত ৩টার দিকে তিনি মোবাইল ফোনে তার এক বন্ধুর সঙ্গে ‘বাড়ি ফিরছেন’ বলে শেষ কথা জানান।  নিহত বাবুলের সঙ্গে সেমিনারে যোগ দেয়া তার অপর বন্ধু লিজন আহমদ বাবলু জানান-‘বাড়ি আসার জন্য রোববার সকালে বাবুল নিহত হওয়া অপর ব্যবসায়ীদের সঙ্গ ধরেন। এরা সবাই তার পরিচিত ছিল।’ তার ভাই হোসেন আহমদ বলেন-‘কক্সবাজার থেকে শুঁটকি কিনে তার ভাই অপর বন্ধুদের সঙ্গে বাড়ি পাঠায়। কিন্তু দুর্ঘটনায় নিহত ছোট ভাইটি আমার শেষ নিদ্রায় চলে যায়।’ তিনি বলেন-‘তাকে আমরা ইউরোপ পাঠানোর জন্য রাশিয়ায় পাঠিয়েছিলাম। কিন্তু সে সেখান থেকে দেশে চলে আসে।’
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী জানান-‘ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সকালে নিহতদের জানাজা স্থানীয় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে পারে।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031