ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের দুই চালক নিহত হয়েছেন সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে । সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আলাউদ্দিন মুন্সী এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা সোহান। দুজনই শাহ সিমেন্টে পরিবাহী গাড়ির চালক ছিলেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌমেন মৈত্র ঢাকাটাইমসকে জানান, রাতে ঢাকাগামী শাহ সিমেন্ট পরিবাহী একটি খালি ট্রাক রেডিওকলোনি এলাকায় আসার পর বিকল হয়ে যায়। রাত ১২টার দিকে শাহ সিমেন্টের অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধারে আসে। এ সময় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের সাহায্যকারী ট্রাক ও পণ্যবাহী ট্রাকের মাঝে চাপা পড়ে বিকল ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকে থাকা দুই চালক নিহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া পণ্যবাহী ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।