তিন মাস ঘুমিয়ে ছিলেন খালেদা জিয়া। তিনি ঘুম থেকে জেগে মিথ্যাচার করা শুরু করে দিয়েছেন। গাড়িবহরে নিজেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন’Ñ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সম্পর্কে কথা বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নাসিম এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ১৪ দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নাসিম বলেন, ‘সরকারের প্রতি আমাদের আবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীর সব দেশে পৌঁছানোর ব্যবস্থা করবেন।
জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিচয়ে দিয়ে পাকিস্তান যে ভিডিওটি প্রকাশ করেছে, সে বিষয়ে মন্ত্রী বলেন, জিয়া যে পাকিস্তানের লোক, সেটা আবারও প্রমাণ করেছে পাকিস্তান। তা না হলে এ ধরনের একটা প্রচার তারা চালাত না।
জিয়া পাকিস্তানের পক্ষের লোক, তা আবারও প্রমাণ হলো।
