বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওমরগণি এমইএস কলেজের সামনে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান জানান, এমইএস কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মাথা ও হাত থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
