বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সরকার পরিবর্তনের গণজোয়ার এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না বলে মন্তব্য করেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। একটা ভোট দিয়ে দেখেন, মানুষ পরিবর্তন চায় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে কত দিন আপনারা দেশ চালাবেন।
দেশের মানুষ ও প্রশাসন যখন দেখবে গণজোয়ার উঠে গেছে। তখন দেখবেন যে প্রশাসন, যে পুলিশ অফিসাররা আপনাদের পক্ষে আছেন, তারাই আবার জনগণের কাতারে এসে জনগণের সঙ্গে হাত মেলাবে। আপনাদের সঙ্গে থাকবে না। এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। আইয়ুব খানের আমল থেকে শুরু করে আমরা সর্বত্র দেখেছি।