ছাত্রলীগের নেতা-কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের সহযোগী অধ্যাপক আমীর উদ্দিনের অপসারণের দাবিতে ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি পক্ষের দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হতে না হতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় ও রেজিস্ট্রার অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে । মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ভিসির কার্যালয়ের দুটি জানালার কাচ, ফুলের টব, রেজিস্ট্রার কার্যালয়ের জানালার কাচ, প্রশাসনিক ভবনের নিচে থাকা দুটি প্রাইভেটকার ও তিনটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা দুপুরে জড়ো হয়ে একটি মিছিল বের করে। এসময় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মুহাম্মদ আমীর উদ্দিনের অপসারণ চেয়ে স্লোগান দেন। একপর্যায়ে প্রশাসনিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় যান তারা। সেখানে রেজিস্ট্রার অফিসে ভাঙচুর চালানো হয়।

 পরে প্রশাসনিক ভবনের সামনে তিন-চারটি গাড়ি ভাঙচুর করে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে তালা দিয়ে অবরোধ করে রাখেন। এছাড়া শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাছল বন্ধ থাকে।
এদিকে, সংবাদ সংগ্রহকালে জিরো পয়েন্টে প্রধান ফটকের সামনে বাংলাভিশন টেলিভিশনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহজাহান খান শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যলয় পুলিশ ফাড়িঁর ইনচার্য আকতারুজ্জান বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে আছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসন বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, ‘রেজিস্ট্রার অফিস কিছুটা ভাঙচুর হয়েছে। তিন-চারটা গাড়িও ভাঙচুর করেছে তারা। আমরা বিষয়টি মীমাংসা করার জন্য আন্দোলনকারীদের সাথে কথা বলেছি।’
উল্লেখ্য, গত সোমবার ছাত্রলীগের প্যাডে স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডুকেশন রিসার্চের (আইইআর) সহযোগী অধ্যাপক আমীর উদ্দিনকে অপসারণের দাবি জানায় ছাত্রলীগের এই অংশটি। আমীর উদ্দিন চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠন ‘করদাতা সুরক্ষা পরিষদের’ সাধারণ সম্পাদক।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031