র্যাবের কার্যালয়ে নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীককে জিজ্ঞাসাবাদের জন্য । একটি বিদেশি আন্তর্জাতিক চক্রের সঙ্গে তার কথোপকথনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় র্যাব।
আজ বৃহস্পতিবার বিকালে তার ইস্কাটন রোডের অফিস থেকে উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে নেওয়া হয়েছে।
র্যাব-১ অধিনায়ক সারোয়ার বিন কাশেম বলেন, ‘একটি বিদেশি প্রতারক চক্রের সঙ্গে হাবিবুল আলমের মুঠোফোনে কথা হয়েছিল বলে আমাদের কাছে তথ্য আসে। পরে আমরা জানতে পারি ওই চক্রটি তার সঙ্গে প্রতারণাও করেছিল।’
আবার ওই চক্রটি হাবিবুল আলমের সঙ্গে একটি ব্যবসার জন্য যোগাযোগ করছে বলে র্যাব তথ্য পায় জানিয়ে সারোয়ার বিন কাশেম বলেন, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে আজ বৃহস্পতিবার বিকালে তার ইস্কাটন রোডের অফিস থেকে র্যঅব কার্যালয়ে আনা হয়।’
