বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মানুষের ভোটের অধিকার খর্ব করে যে নীল নকশা বর্তমান সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে তা বাস্তবায়িত হওয়ার নয় বলে মন্তব্য করেছেন । তিনি বলেন-  কারণ, বাঙালী জাতি বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করেছিল এবং ৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধারা প্রত্যক্ষ সমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে সেই জাতি রক্ত চক্ষুর ভয়ে চুপ করে বসে থাকবে না। ভোটের অধিকার জয় করে ছাড়বে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বিরোধী দলের উপর যে নির্মম নির্যাতন এবং গুম-খুন হচ্ছে প্রকৃত বিচারে নাগরিকদের বর্তমান সরকার স্বাধীনতা খর্ব করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার যে ষড়যন্ত্র চলছে আজকের অনুষ্ঠানে তার তীব্র নিন্দা ও ঘৃনা জানাই। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে বলেন- রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে যে নজির স্থাপন করেছেন তা এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতাই শুধু খর্ব হয়নি, বাংলাদেশের জনসাধারণ যেন এখন মগের মুল্লুকে বাস করছে।

 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে- ‘বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম -এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ’। বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জেষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) -র সভাপতিত্বে ১১ নভেম্বর’১৭ বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলোনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রফিক শিকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও বিশিষ্ট সাংবাদিক ছড়াকার আবু সালেহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাসাসের সহ সভাপতি শাহারিয়ার ইসলাম শায়লা, গণ সাংস্কৃতিক দলের সভাপতি এস আল মামুন।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031