সিঙ্গাপুর নেয়া হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য । আজ বৃহস্পতিবার বিকেলে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, সিঙ্গাপুরের গ্লেইন ইগল হাসপাতালে ভর্তি করা হবে মহিউদ্দিন চৌধুরীকে। সেখানে তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, কিডনি ও ডায়াবেটিস রোগের সমস্যায় ভুগছিলেন মহিউদ্দিন চৌধুরী। গত ১১ই নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১২ই নভেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
