নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এসময় তারা কুশল বিনিময় করেন। দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপস্থিত অন্য নেতারা। আজ রোববার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তাদের সাক্ষাৎ হয়। তারা উভয়ই ঢাকায় ফেরার জন্য বিমানের অপেক্ষা করছিলেন। এর আগে সকালে ঢাকা থেকে এই দুই নেতার একটি বেসরকারি বিমানের একই ফ্লাইটে সৈয়দপুর যাওয়ার কথা ছিলো।
কিন্তু মির্জা ফখরুল ফ্লাইট বাতিল করার কারণে সেটি সম্ভব হয় নি।
