ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট রাজধনীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি হামলার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম তানভির ইয়াসিন করিম ওরফে হিটম্যান ওরফে জিন (৩২)। গতকাল রাত সাড়ে ৯টায় গুলশানের আজাদ মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টাসের এলআইসি শাখা, এসবি ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
উল্লেখ্য, গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার পরিকল্পনাকে নসাৎ করে দেয় পুলিশের “অগাস্ট বাইট” অভিযান। ওই ঘটনায় পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতি হয়ে মারা যায় জঙ্গি সাইফুল ইসলাম। এ ঘটনায় ১৬ই আগস্ট কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত তানভির ইয়াসিন করিম ও পলাতক আকরাম হোসেন খান নিলয় এ হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী। তারা নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা।
