বাস চাপায় এক সাইকেল আরোহী আহত হওয়ার পর একটি বাসে আগুন দিয়েছে জনতা চট্টগ্রাম নগরে । মঙ্গলবার সকালে ষোলশহর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ষোলশহর রেল স্টেশন এলাকায় বাস চাপায় আহত মো. সেলিমকে (৩৫) স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। বাস চাপায় তার পা ভেঙে গেছে
ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের কর্মকর্তা কনক কান্তি বড়ুয়া বলেন, সকাল বহদ্দারহাটগামী ১০ নম্বর রুটের একটি বাস ষোলশহর রেল স্টেশন এলাকায় এক সাইকেল আরোহীকে চাপা দিলে লোকজন বাসটি আটকে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী স্টেশনের একটি গাড়ি গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
