ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে ঢাকা ওয়াসার ১৩ টি খাল উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলি নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৬তম সভায় এ নির্দেশনা দেয়া হয়। নৌপরিবহণ মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন। নির্দেশনায় ঢাকা ওয়াসার ১৩ টি খাল উদ্ধার এবং যে সব খাল ইতোমধ্যে উদ্ধার, খনন এবং খালের উভয় পাড়ের পাকাকৃত অংশ যাতে পুনঃদখল ও ভরাট হয়ে না যায় সেজন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় যে, নদীর সীমানা চিহ্নিত করার লক্ষ্যে জরিপ কাজ এবং সীমানা পিলার স্থাপন ও স্থাপিত পিলারসমূহের মধ্যে আপত্তি উত্থাপিত পিলারগুলো যাচাই করে পুনঃস্থাপনের কাজ অব্যাহত থাকবে। নদীর তীরভূমির দখলমুক্ত জায়গা সুরক্ষার জন্য শক্তিশালী সীমানা পিলার স্থাপন করতে হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
