মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু এলাকার মো. সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭) সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জার্মাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক কক্ষে ইয়াবা বেচাকেনা করার সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ তাঁদের হাতে নাতে আটক করা হয়। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা ফজলুর রহমান বলেন, আটককৃতরা সকলে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা চলমান সহিংসতায় এপারে পালিয়ে এসে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
