গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অসুস্থ রাজনীতি বাংলাদেশকে গ্রাস করছে বলে মন্তব্য করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচনী ব্যবস্থা রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর আরামবাগস্থ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য রাখেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই, আইনের শাসন উপেক্ষিত, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। ধারাবাহিকভাবে সরকারগুলো নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে পারছেনা। গুম খুন মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে।
তিনি আরো বলেন, অসুস্থ রাজনীতি বাংলাদেশকে গ্রাস করছে। এইসব অসুস্থ কর্মকান্ড থেকে মুক্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহবান জানাচ্ছি।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে সভায় মহানগর নেতারা বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, ফরিদা ইয়াছমীন প্রমুখ।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে সভায় মহানগর নেতারা বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, ফরিদা ইয়াছমীন প্রমুখ।
