সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা আব্দুল মালেক নামে এ যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে স্বর্ণগুলো জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে।
বিমান বন্দর শুল্ক গোয়েন্দার কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান খান এ খবর নিশ্চিত করেছেন।
আটক আব্দুল মালেক (৫০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম এসেছিলেন মালেক। স্ক্যানিং করার সময় তার লাগেজে তার আকৃতির ছবি দেখা গেলে সেটি খুলে তল্লাশি করা হয়। পরে লাগেজ থেকে তারের মতো করে পেঁচানো স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
