চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ‘বিশ্ব ঐতিহ্য’ স্বীকৃতি উদযাপনে ।

শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রাটি নগরীর সার্কিট হাউজ থেকে শুরু হয়ে লালদীঘি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত ডক্যুমেন্টারি এলইডি স্ক্রিনে সম্প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রা বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই মূলত মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল। এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটিকে রাজাকার-আলবদরেরা ৪০ বছর বঞ্চিত ও অবহেলিত করে রেখেছিল। যেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানাতেই এ আয়োজন করা হয়েছে।’

সরকারি নির্দেশনায় বাঙালী জাতির এই অসামান্য অর্জনকে উদযাপনে আনন্দ শোভাযাত্রায় নগরীর সরকারি-বেসরকারি দফতর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যলয়, কলেজ, স্কুলের হাজারো লোকজন এবং শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত হয়। যাদের সকলের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে লেখা পতাকা। এছাড়াও হাতি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে।

উদ্বোধনকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহুবব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান প্রমুখ এবং রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031