সিলেট সিক্সার্স দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে। দলীয় ১৪ রানের মাথায় ওপেনার নুরুল হাসান এবং ৩০ রানের মাথায় সিলেটের ক্যাপ্টেন নাসির হোসেনের বিদায়ে ব্যাকফুটে রয়েছে দলটি। এখন পর্যন্ত ৫ ওভার শেষে সিলেটের সংগ্রহ ৪০। ক্রিজে রয়েছেন ওপেন করতে নামা এন্ড্রু ফ্লেচার। তিনি ১০ বলে দুই চার ও এক ছয়ে ২২ রান করেছেন। অপর প্রান্তে রয়েছেন বাবর আজম।
এদিকে উইকেট দুইটি নিয়েছেন রংপুর রাইডার্সের তরুন স্পিনার নাজমুল ইসলাম। তিনি দুই ওভার বল করে সাত রান দিয়ে উইকেট দুইটি তুলে নেন। এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন মাশরাফি বিন মতুর্জা। পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান খুবই কাছাকাছি। রংপুর রাইডার্স চতুর্থ স্থানে আছে ৮ পয়েন্ট নিয়ে। আর এক পয়েন্ট কম নিয়ে সিলেট সিক্সার্স আছে তাদেরই পরে। তাই দুই দলের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে।
