বিএনপি নেতা রুহুল কবির রিজভী হরতাল নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপলব্ধির বিপরীত অবস্থানে গিয়ে বৃহস্পতিবার বামপন্থী কয়েকটি সংগঠনের হরতালে সমর্থনের কথা জানিয়েছেন। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের এক মানববন্ধনে বাম মোর্চার হরতালে ‘পূর্ণ সমর্থনের’ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে তাকে হয়রানির অভিযোগে এই মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।

গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত জানায় এনার্জি রেগুলেটরি কমিশন। বিএনপি এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিলেও এর প্রতিবাদে কোনো কর্মসূচি দেয়নি। আর এনার্জি রেগুলেটরি কমিশন সিদ্ধান্ত জানানোর পরদিন মির্জা ফখরুল সাংবাদিকদেরকে বলেন, হরতাল জনসম্পৃক্ত কর্মসূচি নয়।

দশম সংসদ নির্বাচন বানচালের চেষ্টা এবং ২০১৫ সালে সরকার পতনের দাবিতে ‘সহিংস’ হরতাল করা বিএনপির মহাসচিব সেদিন বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা অবশ্যই কর্মসূচি দেব। আমাদের একটা ধারণা আছে হরতাল দেওয়া মানে জনগণের সম্পৃক্ততা, এটা সব সময় সঠিক নয়।’

দলীয় মহাসচিবের এই অবস্থানের বিপরীতে গিয়ে রিজভী বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডাকা হরতালে বিএনপির পূর্ণ সমর্থন থাকবে।’

সরকার খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে বাধ্য করে হয়রানি করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘‌শেখ হা‌সিনা বিরোধী দল ও বিরোধী মত চান না। খা‌লেদা জিয়া রাজনী‌তি করলে শেখ হা‌সিনার অস্তিত্ব থাকে না। তাই শেখ হা‌সিনার অনির্বা‌চিত সরকার খালেদা জিয়াকে আদালতে হা‌জিরার নামে মানসিকভাবে পর্যদুস্ত করছে যেন তি‌নি (খা‌লেদা) রাজনী‌তি থেকে দূরে সরে যান।’

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উদ্দেশ্য করে ‌রিজভী বলেন, ‘লাভ হবে না। জনগণের প্র‌তিরোধের কাছে প্রধানমন্ত্রী আপনার সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মা‌টিচাপা দি‌য়ে খালেদা জিয়ার নেতৃত্বে পতাকা উড়বেই ‘

‘এখন তো ক্ষমতার ঝাড়বা‌তি কার্পেট দেখছে, কিন্তু আপনার (শেখ হাসিনা) আশপাশে রয়েছে আর্তনাদ। কারন আপ‌নি যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারা জনগণের কারাগারে ব‌ন্দী।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা ক‌রে বিএন‌পি নেতা বলেন, ‘আওয়ামী লীগের শিকড় মা‌টিতে নয়, তাদের শিকড় পানিতে। কারণ আওয়ামী লীগ গণ‌বি‌রোধী মানবতা ও মানবতাবিরোধী। এরা যত‌দিন ক্ষমতায় থাক‌বে তত‌দিন দমনের ম‌ধ্যে দিয়ে ফ্যা‌সিস্ট সরকার কায়েম করবে।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লার সভাপতিত্বে মিানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সরোয়ার, শামা ওবায়েদ, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, নিপুন রায় প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031