আনন্দবাজার পত্রিকা প্রতিবেদন: ব্রিটিশ পাউন্ড না মিললে উড়িয়ে দেওয়া হবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এমন হুমকি মেলের জন্য ত্রস্ত হয়ে উঠল বিমানবন্দর চত্বর। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে একটি মেল আসে। সেই মেলে বলা হয় পরিমাণ মতো ব্রিটিশ পাউন্ড না মিললে উড়িয়ে দেওয়া হবে কলকাতা বিমানবন্দর। হুমকি পেয়ে নড়েচড়ে বসে বিধাননগর কমিশনারেট। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, হুমকি মেলটি কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হুমকি মেল পাওয়ার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে। তবে কোন ভয় নেই বলে যাত্রীদের আশ্বস্ত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।