ঢাকা ডায়নামাইটস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, প্রথমে ব্যাট করতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
ইতোমধ্যে আটটি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর নয়টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, জস বাটলার (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান আলী, মেহেদী হাসান, আল-আমিন হোসেন।
ঢাকা ডায়নামাইটস একাদশ: এভিন লিউইস, জো ডেনলি, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সুনিল নারিন, আবু হায়দার রনি, কেভন কুপার, মোহাম্মদ শহীদ।
