ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবার আইসিইউতে নেয়া হয়েছে লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন । নতুন
করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। আনিসুল হকের পারিবারিক ঘনিষ্ঠজন টেলিভিশন উপস্থাপক ডা. আবদুন নূর তুষার গতরাতে জানিয়েছেন, অসুস্থতা বাড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক তাকে জানিয়েছেন। নাতির জন্ম উপলক্ষে লন্ডনে যাওয়ার পর গত ৪ঠা আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় আনিসুল হককে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

 সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস সমস্যায় ভুগছেন তিনি। আইসিইউতে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে গত ৩১শে অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয় বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল। আনিসুল হকের শারীরিক অবস্থা নিয়ে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক খবর আসার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই বিবৃতি বলা হয়, তার অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া যেসব খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।
Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031