‘সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে সংবিধানে কিছু নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,। জাতীয় নির্বাচন যথাসময়েই বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।’

বুধবার বিকালে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারী দল বিএনপির সহায়ক সরকারের দাবির জন্য নির্বাচন বন্ধ থাকবে না। দেশের জনগণ বিএনপির সব আন্দোলন প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়রম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আ. মজিদ মন্ডল, মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হকসহ সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতারা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031