তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ইসরাইলকে একটি সন্ত্রাসী ও শিশু হত্যাকারী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤েপর স্বীকৃতির সমালোচনা করে রোববার তুরস্কের সিটি অব সিভাস-এ দেয়া এক ভাষণে এমন কথা বলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। তিনি বলেন, জেরুজালেম আমাদের চোখের মণি। আমরা এই পবিত্র নগরীকে একটি হত্যাকারী রাষ্ট্রের হাতে তুলে দিতে পারি না। তিনি ইসরাইলকে দখলদার রাষ্ট্র বলেও উল্লেখ করেন। বলেন, আমরা গণতন্ত্র এবং আইনের আওতার মধ্যে থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে যাবো। সঙ্কট নিরসনে ইস্তাম্বুলে ওআইসির বৈঠকে মুসলিম দেশসমূহকে একাট্টা করার উদ্যোগ নেয়া হবে। আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের অন্যান্য দেশের নেতৃবৃন্দকে। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমরা তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) ষড়যন্ত্র প্রতিহত করবো। এছাড়াও, জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রা¤েপর ঘোষণাকে তিনি ভুল এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এরদোগানের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তিনি বলেছেন, এরদোগানের মতো একজন নেতার কাছ থেকে আমার নৈতিকতার পাঠ নেবার প্রয়োজন নেই। তিনি এরদোগানকে একজন স্বৈরাচারী বলে অভিহিত করেন। নিজের বিবৃতিতে তিনি জেরুজালেমকে ইসরাইলের শাশ্বত রাজধানী উল্লেখ করে বলেন, জেরুজালেমের ওপর ইসরাইল ছাড়া অন্য কারো অধিকার নেই।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031