অতিরিক্ত সচিব করা হয়েছে জনপ্রশাসনের ১২৮ কর্মকর্তাকে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি দিয়ে । আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র বলছে, কিছুদিনের মধ্যে যুগ্ম-সচিব ও উপসচিব পদেও পদোন্নতি দেয়া হবে। সেক্ষেত্রে ২৪তম প্রধান্য পাবে। এদিকে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছে। তবে স্থায়ী পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ায় সবাইকে পদায়ন করা সম্ভব হবে না বলে জানা গেছে। মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা রয়েছে ১১১টি এবং যুগ্ম-সচিবের স্থায়ী পদ আছে ৪৩০টি। পদোন্নতির পর অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৬০ জন ও ৬৫৩ জনে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
