পুলিশ চট্টগ্রামে বিজয় দিবসে নাশকতা চেষ্টার অভিযোগে শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে । আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের লালদীঘি ময়দান এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।
তিনি জানান, চট্টগ্রাম শহীদ মিনারে নাশকতা সৃষ্টির লক্ষ্যে লালদীঘি ময়দান এলাকায় শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হয়। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়।
এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে লালদীঘি ময়দান এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়।
ওসি জসিম উদ্দিন বলেন, আটক শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও নাম পরিচয় বা কে কোন পদে আছে তা নিশ্চিত করে জানা যায়নি। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
