বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে চলে গেল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথ এক ধাপ এগিয়ে রাখে বাংলাদেশি মেয়েরা। দিনের পরের ম্যাচে ভারত জেতায় ফাইনালের টিকিট হাতে পেয়েছে স্বাগতিকরা।
ভুটানের বিপক্ষে আজ ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মার্জিয়া। কর্নার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মার্জিয়ার কর্নার থেকে বাঁ পায়ে আঁখির সাইড ভলিতে ২-০’তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৯তম মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাজিদা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রব্বানীর শিষ্যরা।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ শিরোপার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার ১১.৩০টায় ভারতের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করে লাল-সবুজের পতাকাবাহীরা। অপরদিকে, টানা দুই জয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় টিম ইন্ডিয়া।
